২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও লিফলেট বিতরণ

ময়মনসিংহ সংবাদদাতা || ৩১ মে, ২০২৩, ১০:৩৫ এএম
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও  লিফলেট বিতরণ


ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ২০০ দরিদ্র পরিবারের মাঝে মশারি ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।  বুধবার (৩১ মে)  ইউএস সিডিসির অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ও ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় পরিচালিত এ ক্যাম্পেইনে ডেঙ্গু প্রতিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মশারি বিতরণের পাশাপাশি জুলাই থেকে সেপ্টেম্বর মাসব্যাপী ১০ হাজার বাড়িতে গিয়ে এডিস মশার প্রজননস্থল খোঁজা ও সচেতনতা বৃদ্ধিতে লিফলেট প্রদান করা হবে। 

মশারি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের বাসা-বাড়িতে ও তার আশেপাশে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা বংশ বিস্তার করতে পারে। তাই ব্যক্তি সচেতনতার কোন বিকল্প নেই।’

মেয়র আরও বলেন, জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, ‘মাইকিং, বাসা-বাড়িতে ক্যাম্পেইনসহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এর পাশাপাশি মশক নিধন কার্যক্রমও চলমান রয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ




আরো পড়ুন