২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



আর্থিক সহায়তার জন্য চীন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩৯ এএম
আর্থিক সহায়তার জন্য চীন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট


প্রায় দুই দশকের মধ্যে এই প্রথমবারের মতো চীন সফরে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সফর চলাকালে তিনি তার যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে সহায়তার জন্য দীর্ঘদিনের এই মিত্র দেশের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানাবেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে এই সফর শুরু করেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

২০১১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের বাইরের মাত্র কয়েকটি দেশে সফর করেছেন আসাদ। এবার চীন সফরে গেলেন তিনি। পশ্চিমা দেশগুলোর দ্বারা একঘরে হয়ে পড়া নেতাদের মধ্যে সর্বশেষ নেতা হলেন আসাদ, যিনি চীন সফরে গেলেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভির এক খবরে বলা হয়, 'শনিবার (২৩ সেপ্টেম্বর) চীনের পূর্বাঞ্চলীয় হাংঝু শহরে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন আসাদ। সেখানে অন্যান্য বিদেশি নেতাসহ চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে তার।

সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তর জানায়, ২০০৪ সালের পর চীনে আসাদের এটা প্রথম সফর। তিনি বেইজিংও সফর করবেন। 

প্রসঙ্গত, সিরিয়ায় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে ৫ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এতে গৃহহীন হয়েছে আরও কয়েক লাখ লোক। এই গৃহযুদ্ধে সিরিয়ার অবকাঠামো ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। সূত্র : বাসস 

ঢাকা বিজনেস/এন 



আরো পড়ুন