টাঙ্গাইলের ভূঞাপুরে জয়নাল নামে এক অটো রিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফলদার ঘোনার পাড়া মোইশা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
নিহত জয়নাল আবেদীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় বাসিন্দা। তিনি গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সিএনজি চালিত অটোর চালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ফলদা ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার মৃত সাইদ আলীর ছেলে জীবনের স্ত্রীর সঙ্গে জয়নালের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের সম্পর্ক জীবন(স্বামী) জেনে যায়। পরে স্ত্রীর সঙ্গে কথা বলে ৬ সেপ্টেম্বর জয়নালকে কালিয়াকৈর থেকে ফলদায় ডেকে নিয়ে আসে। এরপর আর জয়নালের খোঁজ পাওয়া যায়নি। পরে তার পরিবার কালিয়াকৈর থানায় সাধারণ ডায়রি করেন। পুলিশ তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় জীবনের সংশ্লিষ্টতা খুঁজে পায়।
পরে জীবন হত্যকাণ্ডের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে ফলদার ঘোনাপাড়ার বিল থেকে জয়নালের লাশ উদ্ধার করা হয়।
ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম বলেন, ‘নিহিত ব্যক্তি নিখোঁজের একটি ডায়রি হয়েছিল কালিয়াকৈর থানায়। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ঢাকা বিজনেস/এমএ/