টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পুংলী ও মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বিষয়টি নিশ্চিত করেন
ট্রেনে কাটা পড়ে মৃত ব্যক্তিদের একজন হলেন সদর উপজেলার গালা গ্রামের নূরনব্বীর মেয়ে চায়না আক্তার (২৫)। জনের পরিচয় পাওয়া যায়নি। চায়না আক্তার ভূঞাপুর ইব্রাহীম খাঁ কলেজের অনার্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রেলওয়ে পুলিশ জানায়, পুংলী এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে, মগড়া এলাকায় এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে টাঙ্গাইল টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করেন। দুপুরের দিকে আহত ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে৷ দুই জনেরই মৃত্যু হয় ধূমকেতু এক্সপ্রেসের নিতে কাটা পড়ে।
ঢাকা বিজনেস/নোমান/এনই