২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: তাপস

স্টাফ রিপোর্টার || ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩৯ এএম
ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: তাপস


একজনও যদি ডেঙ্গুতে আক্রান্ত হন তাহলে অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস। তিনি বলেন, ‘আশার বাণী হচ্ছে, এখন মৌসুম পাল্টাচ্ছে। ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপ কমবে। ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রেড জোন ঘোষিত ডিএসসিসির ১৪  নম্বর ওয়ার্ডে (ঝিগাতলা) ডেঙ্গু বিস্তারবিরোধী অভিযানে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, ‘দক্ষিণ সিটিতে এখন ডেঙ্গু সহনীয় পর্যায়ে রয়েছে। তবে, নতুন করে দক্ষিণের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা দিয়েছে। তাই ওই ২ ওয়ার্ডকে  রেড জোন ঘোষণা করেছি। সঙ্গে সঙ্গে আজই অভিযানে নেমেছি।'

এ সময় ঢাকা বিজনেসেনর এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘অভিযানের শুরুতেই আমরা গণপূর্তর ঝিগাতলা সরকারি স্টাফ কোয়ার্টারে প্রবেশ করি। সেখানে যত্রতত্র আমরা ময়লা দেখতে পাই। তবে, এডিস মশার লার্ভা দেখা  যায়নি, তাই জরিমানা করা হয়নি। আমরা অভিযানের আগেই গণপূর্তকে এ বিষয়ে জানিয়েছি। তারা ময়লা আবর্জনা পরিষ্কার করবে বলে জানিয়েছে। তবে, এখনো অনেক ময়লা। তাদের আহ্বান করবো পরিষ্কার পরিচ্ছন্ন করতে।’

মেয়র আরও বলেন, ‘আমরা সারাদিন দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন জায়গায় অভিযান চালাবো। মশার লার্ভা পেলেই জরিমানা করা হবে।’

অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, পরিচ্ছন্নতাকর্মী ও বিভিন্ন মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

 ঢাকা বিজনেস/মাহি/এনই



আরো পড়ুন