২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



নরসিংদীতে বাসের ধাক্কায় ৩ অটোযাত্রী নিহত

নরসিংদী সংবাদদাতা || ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩৯ পিএম
নরসিংদীতে বাসের ধাক্কায় ৩ অটোযাত্রী নিহত


নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩ অটোরিকশার চালকসহ আরও ৩ জন। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটিমরজালে এই দুর্ঘটনা ঘটে।

নরসিংদীর বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ভিটিমরজাল নামক স্থানে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা ১ নারী, ১ শিশু ও ১ পুরুষ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত চালকসহ ৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও বেলাব ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।  

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আ. রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা একজনের লাশ বাড়িতে নিয়ে গেছেন।’ 

মাহমুদ/এইচ



আরো পড়ুন