২৬ জুন ২০২৪, বুধবার



সব মাধ্যমিক বিদ্যালয় আজ ছুটি

স্টাফ রিপোর্টার || ০৮ জুন, ২০২৩, ০৯:০৬ এএম
সব মাধ্যমিক বিদ্যালয় আজ ছুটি


চলছে তীব্র তাপদাহ। এতে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজসহ দেশের কয়েকটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ইতোমধ্যে এই গরমে কুমিল্লায় এক ছাত্রী মারা গেছেন। এমন পরিস্থিতে বৃহস্পতিবার (৮ জুন) দেশের সব মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার।

বুধবার (৭  জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে ৮ জুন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

প্রচণ্ড গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছিল ৩ দিন আগেই। এরপর মাধ্যমিক বিদ্যালয়েও ছুটির প্রত্যাশা ছিল অভিভাবকদের। কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার অজুহাতে শিক্ষা মন্ত্রণালয় নির্লিপ্ত ছিল। এরমধ্যে মঙ্গলবার গরমে কুমিল্লায় এক ছাত্রী মারা যান। বুধবার ঢাকার ভিকারুননিসায় ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। কুমিল্লার দাউদকান্দিতে ৪ বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি ঢাকার বাইরে অন্যান্য এলাকা থেকেও শিক্ষার্থীদের বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ার খবর আসছিল। এরপরই টনক নড়ে শিক্ষা মন্ত্রণালয়ের। উদ্ভূত পরিস্থিতিতে বিকাল ৪টার দিকে মাধ্যমিক বিদ্যালয়েও ছুটির ঘোষণা আসে। সেই অনুযায়ী আজ দেশের সবপর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকছে।

ছুটি ঘোষণা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, ভিকারুনিসায় ছাত্রী অসুস্থ হওয়ার খবর প্রকাশের পরই এই ছুটির ঘোষণা এলো।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে দাবদাহ চলছে। আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এখন পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, আরও অন্তত ৩ দিন চলবে। ১১ জুনের দিকে টেকনাফ উপকূলে বর্ষার মৌসুমি বায়ু পৌঁছাতে পারে। এর আগে ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলসহ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব তৈরি হয়েছে। এ কারণে গত ২ দিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে রাঙ্গামাটিতেই বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টির এই প্রবণতা বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত ছিল। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন