২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



দ্রুত নজরুল ইনস্টিটিউট মিলনায়তনকে আধুনিকায়ন করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩৯ পিএম
দ্রুত নজরুল ইনস্টিটিউট মিলনায়তনকে আধুনিকায়ন করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী


কবি নজরুল বাংলা সাহিত্যকে সমৃদ্ধ ও বিকশিত করেছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, দ্রুত কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনকে প্রয়োজনীয় সংস্কারপূর্বক আধুনিকায়ন করা হবে। আগামী মাসের প্রথম দিকে একটি নজরুল সংগীত উৎসব আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হবে।  

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলের ভক্ত ও একান্ত অনুরাগী ছিলেন। সেজন্য ১৯৭২ সালের ২৪ মে কোলকাতা থেকে ঢাকায় এনে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা প্রদান করেন।  কবি নজরুল তার সমগ্র জীবনে ৩৪ বছর ১২০ দিন নির্বাক ছিলেন। তিনি তার স্বল্প কর্মকালীন ও সৃজনশীল জীবনে অসাধারণ লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ ও বিকশিত করেছেন। ’

কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, ‘নজরুলের সকল রচনাবলীকে ইংরেজিতে অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে ও সেজন্য দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, নজরুল অনুরাগী ও গবেষকদের নিয়ে একটি জাতীয় কমিটিও গঠন করা হয়েছে ‘

খলিল আহমদ বলেন, ‘নজরুলের গুরুত্বপূর্ণ রচনাবলী নিয়ে 'Essential Rabi' এর ন্যায় 'Essential Nazrul' প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে এটি আলোর মুখ দেখবে ও আগামী বছরের নজরুল জন্মবার্ষিকীতে এর ইংরেজি ভার্সন প্রকাশ করা হবে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন