২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার



রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে ‘মূল্য’ দিতে হবে : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ এএম
রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে ‘মূল্য’ দিতে হবে : যুক্তরাষ্ট্র


উত্তর কোরিয়া যদি ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে, তবে উত্তর কোরিয়াকে ‘মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউজ। মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তির বিষয়টি আলোচনায় আসার পরদিনই এমন হুঁশিয়ারি এসেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বরাতে একটি আন্তর্জাতিক গনমাধ্যম থেকে এই তথ্য জানা যায়। 

জ্যাক সুলিভান বলেছেন, 'রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র ব্যবহার করে খাদ্য সরবরাহ ও শীতকালে অবকাঠামো আক্রমণ করতে পারে। এটি উত্তর কোরিয়ার উপর ভালোভাবে প্রতিফলিত হচ্ছে না। এরজন্য তাদের মূল্য দিতে হবে।' 

হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জুলাই মাসে যুদ্ধের জন্য অতিরিক্ত অস্ত্র সংগ্রহের জন্য উত্তর কোরিয়া সফর করেছিলেন।

‘তাস’ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে সোমবার (৪ সেপ্টেম্বর) শোইগু বলেছিলেন, 'রাশিয়া-উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার কথা বিবেচনা করছে। কারণ তারা আমাদের প্রতিবেশী।’

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ‘এ বিষয়ে আমাদের কিছু বলার নেই’। সূত্র : বাসস

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন