২৬ জুন ২০২৪, বুধবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

বাণিজ্য মেলায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তাদের প্রণোদনা দিলো ভিসতা

ঢাকা বিজনেস ডেস্ক || ০৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:৩২ পিএম
বাণিজ্য মেলায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তাদের প্রণোদনা দিলো ভিসতা


প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছিল দেশি ব্র্যান্ড ভিসতা। কোয়ালিটি ব্র্র্যান্ড সেনসেশন হিসেবে ভিসতা এরইমধ্যে গ্রাহকমহলে ব্যাপক সুনাম কুড়িয়েছে। ফলে বাণিজ্যমেলায় আশাতীত বিক্রি হয়েছে ভিসতা পণ্যের। আর এরই স্বীকৃতিস্বরূপ বাণিজ্য মেলায় ভিসতা স্টলে কাজ করেছেন যেসব কর্মকর্তা, তাদের প্রণোদনা দিলো ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। 

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ভিসতা করপোরেট অফিসে ওই প্রণোদনার অর্থ তুলে দেওয়া হয় কর্মকর্তাদের হাতে। 

এ সময় উপস্থিত ছিলেন ভিসতা চেয়ারম্যান সামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক উদয় হাকিম, নির্বাহী পরিচালক তানভীর রেজা জিহাদ, ডেপুটি ডিরেক্টর ফয়সাল ইসলাম শশী প্রমুখ। 

প্রণোদনাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন আরিফুল ইসলাম, মেহেদি হাসান তালুকদার, মেহেদি হাসান, ওয়াহিদা অনন্যা অনু, ঝরনা হ্যাপি ও অর্ক বানু। 

২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছিল ২০২৩ সালের ১ জানুয়ারি। শেষ হয় ৩১ জানুয়ারি। 

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন