১৮ মে ২০২৪, শনিবার



চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী কৃষিমেলা

চুয়াডাঙ্গা সংবাদদাতা || ২০ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী কৃষিমেলা


‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  ৩ দিনব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এতে বক্তব্য রাখেন  সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে‌ আজিজ, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। এতে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি প্রমুখ।

অতিথিরা বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত কৃষি মেলার ২০টি স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পাট ও উফশী আউশ ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ, ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

ঢাকা বিজনেস/মিজান/এনই/ 



আরো পড়ুন