২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



উখিয়ায় অপহরণের পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি || ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ এএম
উখিয়ায় অপহরণের পর  শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ৪ বছরের শিশু  মো. রায়হানকে উদ্ধার করা হয়েছে।  শনিবার (২ সেপ্টেম্বর) টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প মোচনী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এই সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযেগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উখিয়া থানা চত্বরে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।  

গ্রেপ্তার ৩ জন হলেন, টেকনাফের মোছনী রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর সি ব্লকের মো. আমিনের পুত্র সাদেক হোসাইন (২৫), তারই আপন বোন রোকসানা (১৫) ও একই ক্যাম্পের দিল মোহাম্মদের পুত্র আমির ফয়সাল (২৩)। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার (২ সেপ্টেম্বর) রাতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প মোচনী এলাকা থেকে অপহৃত শিশু রায়হানকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত ১ নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গত ৩০ আগস্ট সকাল ১১টার দিকে ১৬ নম্বর ক্যাম্প থেকে শিশু রায়হানকে ২০ টাকা দেওয়ার কথা বলে অপহরণ করে সাদেক ও ফয়সাল। শিশুটিকে টেকনাফ থানাধীন মোচনী রেজিস্টার্ড ক্যাম্পের পেছনে দুর্গম পাহাড়ে আটকে রাখে। সেখানে তার ওপর অত্যাচার ও ভয়াবহ নির্যাতন করে শিশুর মা-বাবাকে কান্নার শব্দ মোবাইলে শুনিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।’

মো, রাসেল আরও জানান, ‘ভুক্তভোগীর মা রেহেনা বেগম উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার ও জড়িতদের আটকের উদ্দেশ্যে অভিযানে নামে পুলিশ। দিনের বেলা ড্রোনের মাধ্যমে পাহাড়ের ওপর থেকে অনুসন্ধান করা হয় দুর্বৃত্তদের অবস্থান। রোববার (৩ সেপ্টেম্বর) ভোররাতে ঘটনার মূল পরিকল্পনাকারী সাদেককে জামতলী থেকে গ্রেপ্তার করা হয়। মোচনী ক্যাম্পের সি ব্লক থেকে অপহরণ চক্রের আরেক সদস্য রোকসানার কাছ থেকে  শিশু রায়হানকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

এই বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অপহরণকারী চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকা বিজনেস/আনাম/এন



আরো পড়ুন