চলতি বছরটি (২০২৩) ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছরের রেকর্ড সৃষ্টি করছে। নভেম্বর টানা ষষ্ঠবারের মতো রেকর্ড ভাঙা উষ্ণতম মাস হওয়ার পর বুধবার (৬ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে ইউরোপীয় জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা।
একইসঙ্গে সংস্থাটি কপ-২৮ জলবায়ু শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যে চাপ সৃষ্টি করছে।
ইউরোপীয় ইউনিয়নের কোর্পানিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের ডেপুটি প্রধান সামান্থা বার্গেস বলেছেন, ‘প্রাক শিল্পের স্তর থেকে ২সি-এর চেয়ে বেশি উষ্ণতার দু’দিনসহ ব্যতিক্রমী নভেম্বরের বৈশ্বিক তাপমাত্রার কারণে ২০২৩ সাল হবে রেকর্ড ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর।’
/ঢাকা বিজনেস/