২৯ জুন ২০২৪, শনিবার



টাঙ্গাইলে পিকআপকে অটোর ধাক্কা: নিহত ১, আহত ৪

টাঙ্গাইল সংবাদাতা || ২৪ আগস্ট, ২০২৩, ১২:০৮ পিএম
টাঙ্গাইলে পিকআপকে অটোর ধাক্কা: নিহত ১, আহত ৪


টাঙ্গাইলের কালিহাতীতে একটি পিকআপের পেছনে সিএনজিচালিত অটোর ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (২৪ আগস্ট)  টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বাংড়া ইউনিয়নের ধুনাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. সাকিব এই তথ্য নিশ্চিত করেন।

এস আই বলেন, ধুনাইল এলাকায় পার্কিংকরা একটি পিকআপের পেছনে এলেঙ্গার দিক থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি সিএনজিচালিত অটো ধাক্কা দেয়। এতে ওই সিএনজিতে থাকা পাঁচজন যাত্রী আহত হন। এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, আহত বাকি চার যাত্রীর মধ্যে একজন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বাকি তিন জন যাত্রী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা বিজনেস/ নোমান/এনই



আরো পড়ুন