২৬ জুন ২০২৪, বুধবার



এবার কানাডার সিনেমা হলে ‘পরাণ’

বিনোদন ডেস্ক || ০১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:৩২ পিএম
এবার কানাডার সিনেমা হলে ‘পরাণ’


গত বছর ঢালিউডে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে ‘পরাণ’ অন্যতম। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাড়া জাগানো এই সিনেমা এবার মুক্তি পাবে কানাডায়।  ৩ ফেব্রুয়ারি কানাডার টরন্টো, মন্ট্রিয়েল, হ্যালিফ্ল্যাক্সসহ ১২ শহরে প্রদর্শিত হবে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক রায়হান রাফি। দর্শকদের আগ্রহেই সিনেমাটি কানাডায় মুক্তি দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।


ছবির পরিচালক রায়হান রাফি বলেন, ‘এর আগেই কানাডায় মুক্তির কথা ছিল আমাদের সিনেমাটির। সেই সময় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকে দারুণ সাড়া পাচ্ছিলাম। পরে জানতে পারি, কানাডায় বসবাসরত বাঙালিদের ছবিটি দেখার আগ্রহ আছে। তারা নিয়মিত ফেসবুকে ও বিভিন্ন জায়গায় মন্তব্য করে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। মূলত তাদের আগ্রহেই সিনেমাটি কানাডায় মুক্তির উদ্যোগ নিয়েছি। আগামী শুক্রবার (৩ ফেব্রুয়ারি) থেকে কানাডার ১২টি থিয়েটার হলে সপ্তাহব্যাপী চলবে ছবিটি।’

যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান ‘বায়োস্কোপ’ ছবিটি পরিবেশনার দায়িত্ব রয়েছে । প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, ‘প্রথম সপ্তাহে কানাডার বিভিন্ন শহরে আটটি সিনেপ্লেক্স ও চারটি ল্যান্ডমার্ক থিয়েটার হলে চলবে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে কানাডার আরও দুটি নতুন শহরে মুক্তির কথা আছে ছবিটির।’

প্রসঙ্গত, গত বছর ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। ‘পরাণ’ ছবিতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এ ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশারসহ অনেকে।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন