রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে পৃথক বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৮ আগস্ট) পুশিলিন টেলিগ্রামে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন দোনেৎস্ক পিপলস রিপাবলিক নেতা ডেনিস পুশিলিন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনএর একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্ক শহরে একটি বিস্ফোরণে ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া দোনেৎস্কের ভোরোশিলোভস্কি জেলার একটি নির্মাণস্থলে যন্ত্র বিস্ফোরিত হয়ে ৬ জন নির্মাণ শ্রমিক নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।
ডেনিস পুশিলিন বলেন, ‘নিহত ৩ শ্রমিক দোনেৎস্কের কিয়েভস্কি জেলার একটি পাবলিক ইউটিলিটি কোম্পানির কর্মচারী ছিলেন এবং পূর্বে অবিস্ফোরিত একটি ক্লাস্টার সাবমিনিশনের বিস্ফোরণের ফলে তারা নিহত হয়েছেন।’
পুশিলিন বলেন, ‘আজ শত্রুরা প্রজাতন্ত্রের অঞ্চলে ৩৪ বার গোলাবর্ষণ করেছে, ১১৫টি রকেট এবং ব্যারেল আর্টিলারি শেল নিক্ষেপ করেছে।’
ঢাকা বিজনেস/এইচ