০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার



দেশে ৪০ লাখ মামলা পেন্ডিং রয়েছে: প্রধান বিচারপতি

ময়মনসিংহ সংবাদদাতা || ১৫ জুলাই, ২০২৩, ০৫:৩৭ পিএম
দেশে ৪০ লাখ মামলা পেন্ডিং রয়েছে: প্রধান বিচারপতি


প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‌‘সারাদেশে ৪০ লাখ মামলা পেন্ডিং রয়েছে। এসব মামলা নিয়ন্ত্রণে আনা খুবই মুশকিল। হাইকোর্টের এক রিচার্সে দেখা গেছে, আরও ৫ হাজার বিচারক নিয়োগ দেওয়ার প্রয়োজন। সীমাবদ্ধতার ভেতর দিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী সেপ্টেম্বরের ভেতরে আরও ১০০ জন বিচারক নিয়োগ দেওয়া হবে।’

শনিবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ টাউনহল তারেক স্মৃতি অডিটরিয়ামে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাতিত্বে এবং বারে সাধারণ সম্পাদক মো. আবুল কালামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাপীলেট ডিভিশনের সিনিয়র বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি মো. জাকির হোসেন, সুপ্রিম কোর্টের  রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, ময়মনসিংহের প্রথম জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, পুুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা, অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা, অ্যাডভোকেট এএইচ এম খালেকুজ্জামান, অ্যাডভোকেট কবির উদ্দিন ভূইয়া প্রমূখ।

প্রধান বিচারপতি বলেন, ‘এই জাতিকে জুডিশিয়ারি এগিয়ে যেতে হবে। দেশের ৯৫ শতাংশ বিচারক সৎ। দুয়েকজন এদিক ওদিক করতে পারে। বিচারকের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে অ্যাকশন নিতে আমরা কার্পণ্য করবো না। কিন্তু কাউকে হয়রানি করার জন্য যেন কোনো অভিযোগ করা না করা হয়।’

তিনি আরও বলেন, ‘বছরের পর বছর কেউ যদি আদালতের বারান্দায় ন্যায়বিচার পাওয়ার আশায় ঘুরতে থাকে এবং বিচার না পায়, তখন তিনি বলেও ফেলতে পারেন দেশে বিচার-আচার নেই। আমরা এটা হতে দিতে পারি না। এজন্য দেশ স্বাধীন হয়নি।’

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচারের প্রত্যাশায় যেসব মানুষ আদালতের বারান্দায় যায়, তারা অন্য কেউ নয়, তারা এ দেশের মালিক। তাদের বিচারিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। এটাই বাস্তবায়ন করতে হবে।’

নজরুল/এইচ



আরো পড়ুন