২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



রেস ম্যানেজমেন্টের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার || ১৪ আগস্ট, ২০২৩, ০৩:৩৮ পিএম
রেস ম্যানেজমেন্টের লভ্যাংশ ঘোষণা


শেয়ারবাজারে রেস অ্যাসেট ম্যানেজম্যান্টের পরিচালিত ৪ ফান্ডের ট্রাস্টি ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় ৬০ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

রেসের ৪ ফান্ডের (অতালিকাভুক্ত ১টি) ট্রাস্টি ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় গড়ে ৪ দশমিক ৬৩ শতাংশ হারে ৬০ কোটি ১৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে তালিকাভুক্ত ৩ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৪ দশমিক ৩৩ শতাংশ হারে ৫৮ কোটি ২৯ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যেখানে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালিত ৮টি ফান্ড থেকে ২১ কোটি ৯৬ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ফান্ডগুলো ১০ টাকা অভিহিত মূল্য বিবেচনায় লভ্যাংশ ঘোষণা করলেও সবগুলোর ইউনিট দর ১০ টাকার নিচে অবস্থান করছে। যে কারণে প্রকৃত লভ্যাংশ (ডিভিডেন্ড ইল্ড) ফান্ডগুলোর ঘোষণার তুলনায় বেশি হবে।

ফান্ডগুলোর মধ্যে রোববার লেনদেন শেষে সর্বোচ্চ ৫ দশমিক ৮০ টাকায় রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড। আর সর্বনিম্ন ৫ টাকায় আছে সর্বোচ্চ ডিভিডেন্ড ইল্ড ঘোষণা করা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড। 


উল্লেখ্য, এ বছর রেস ম্যানেজমেন্ট পরিচালিত শেয়ারবাজারে অতালিকাভুক্ত রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ড থেকে ৫.৫০% হারে ১ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন