২৯ জুন ২০২৪, শনিবার



পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক || ৩১ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম
পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১২


পাকিস্তানের করাচির একটি ফ্যাক্টরিতে জাকাতের পণ্য আনতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডনের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

সংবাদমাধ্যমটি জানিয়েছে, করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেডিং এস্টেট (এসআইটিই) এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে শুক্রবার (৩১ মার্চ) যাকাত বিতরণকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই নারী। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এ দুর্ঘটনার পর নিহতদের মরদেহ করাচির বালদিয়া শহরের আব্বাসি শাহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তাদের কাছে নয়টি মরদেহ নিয়ে আসা হয়েছে। এছাড়া আহত অবস্থায় আরও ছয়জনকে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, যে ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রতি বছর রমজান মাস উপলক্ষে বিনামূল্যের পণ্য ও জাকাত বিতরণ করা হয়। এর অংশ হিসেবে এবারও অসহায়দের ডাকা হয়েছিল।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন