১৪ অক্টোবর ২০২৪, সোমবার



ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক || ০৯ আগস্ট, ২০২৩, ০৫:৩৮ এএম
ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন


ফিলিপাইনে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। বুধবার (৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। 

দেশটির সংবাদমাধ্যম ম্যানিলা টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের মিন্দানাওতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি বুধবার জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে, গত জুন মাসের মাঝামাঝিতে ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তারও আগে গত মার্চের প্রথম সপ্তাহে ৬ মাত্রার এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন