০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



'ওমর' এ তারা ৩ জন

বিনোদন ডেস্ক || ০৭ আগস্ট, ২০২৩, ১০:৩৮ এএম
'ওমর' এ তারা ৩ জন


ছোটপর্দায় নিয়মিত হলেও নির্দিষ্ট বিরতি নিয়ে বড়পর্দায় ভালোই চমক দেখান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তাহসান-শ্রাবন্তীকে নিয়ে আলোচিত সিনেমা ‘যদি একদিন’। টানা ৫ বছর পর নতুন সিনেমার ঘোষণা দিলেন রাজ। এর নাম ‘ওমর’। ২ আগস্ট সিনেমাটির একটি ডামি পোস্টার সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন নির্মাতা। মুহূর্তেই সেটি হয় ভাইরাল, শুভেচ্ছায় ভাসছেন নির্মাতা।

নির্মাতার ভাষায়, ‘এই ছবিটি নিয়ে গত দুই বছর আমি কাজ করছি। এর মধ্যে সব গুছিয়ে ফেলেছি। কিছু চমক তো থাকছেই। শুটিংয়ে নামব শিগগিরই। একটানা শেষ করব। আমার প্রবল ইচ্ছা এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার। এর বেশি আপাতত কিছু বলছি না। আগে কাজটা করতে চাই।’

রাজ জানান, তিনি সব প্রস্তুতি নিচ্ছেন। আসছে সেপ্টেম্বরেই ‌‘ওমর’ নিয়ে মাঠে নামবেন তিনি। জুলাইয়েই শুটিং শুরুর কথা ছিল। তবে রাজ অসুস্থ থাকায় সেটি সম্ভব হয়নি। তাই সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই শুরু হবে শুটিং। তার আগে ঘোষণা দেবেন সিনেমাটির প্রধান চরিত্রে কে থাকছেন।

এর আগে জানা গেল, সিনেমাটিতে অভিনয় করবেন সময়ের অন্যতম শক্তিশালী ৩ অভিনেতা। ‘ওমর’ সিনেমায় কেরামতি দেখাবেন তিন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু এবং নাসিরউদ্দিন খান। বিষয়টি নিশ্চিত করে রাজ বলেন, ‘তারা আমার পরিচালনায় একসঙ্গে অভিনয় করবেন, এজন্য ফিলিং হ্যাপি! আমাদের জন্য দোয়া করবেন সবাই। বাংলা সিনেমার জয় অব্যাহত থাকুক।’

এ সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে।

এর আগে ৪টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার প্রতিটি সিনেমা আলোচিত হয়েছে। সিনেমাগুলো হলো- প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন। রাজের আগের সিনেমাগুলোতে অভিনয় করেছেন শাকিব খান, আরিফিন শুভ, মোশাররফ করিম, মৌসুমী, জাহিদ হাসান, তাহসান, শ্রাবন্তী, মিম।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন