১৯ মে ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

নজরুল বিশ্ববিদ্যালয়ে ফলাফল পুনর্বিবেচনার আবেদন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি || ২২ জানুয়ারী, ২০২৩, ০৯:৩১ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে ফলাফল পুনর্বিবেচনার আবেদন


গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ৭ম ধাপের শূন্য আসনে ভর্তির জন্য প্রকাশিত ফলাফল পুনর্বিবেচনার আবেদন করেছেন আরও এক ভর্তিচ্ছু। 

রোববার (২২ জানুয়ারি) সকালে সুমন আহমেদ নামের ওই শিক্ষার্থী আবেদন করেছেন বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে। ‘সি’ইউনিটে তার গুচ্ছের রোল ৫০৪০৬৫৩ এবং মেরিট পজিশন ৭৮৮।

আবেদনে সুমন উল্লেখ করেন, ‘নজরুল বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে আমার মেরিট পজিশন ৭৮৮ এবং আরোপিত সব শর্ত পূরণ হওয়া সত্ত্বেও আমাকে কোনো বিষয়ে মনোনীত করা হয়নি। অথচ আমার পরে থাকা ভর্তিচ্ছুদের বিষয় দেওয়া হয়েছে।’ 

তিনি আরও উল্লেখ করেন, ‘আমি সশরীরে রিপোর্টিংয়ের দিনে উপস্থিত থেকে ৮৮১ নম্বর সিরিয়ালে স্বাক্ষর করেছি এবং প্রবেশপত্রের কপি জমা দিয়েছি।’

এর আগে গত ১৮ জানুয়ারি গুচ্ছভুক্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ৭ম মেধাতালিকায় অনিয়মের অভিযোগ এনে ফলাফল পুনর্বিবেচনার জন্য আবেদন করেন ৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

জানা যায়, গত ১৫ ও ১৬ জানুয়ারি ৭ম মেরিটের আসন পূরণে ভর্তিচ্ছুদের প্রবেশপত্র জমা নেওয়া হয়। ১৬ জানুয়ারি রাতে ফলাফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রকাশিত মেধাতালিকায় অনিয়মের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ১৮ ও ১৯ জানুয়ারি এ ধাপের ভর্তি সম্পন্ন হয়।

আসলাম/এম



আরো পড়ুন