ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই জ্বর, বমিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসাপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। জেলায় ৩ দিনে নারী, পুরুষ ও শিশুসহ ৪৬ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। পরীক্ষা-নীরিক্ষার পর আক্রান্তদের জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকেরা জানান, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের প্রাদুর্ভাব বেশি। সে সঙ্গে যোগ হয়েছে নতুন নতুন ধরণ। তাই জ্বর হলে অবহেলা না করে মৃত্যু ঝুঁকি কমাতে দ্রুত চিকিৎসার আওতায় আসার আহবান তাদের।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের চিকিৎসায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষনের পাশাপাশি পর্যাপ্ত স্যালাইন ও ওষুধের সরবরাহ করা হচ্ছে। এখন পর্যন্ত জেলায় ১৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।এর মধ্যে ১২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬৭ জন জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুমন ভুঁইয়া জানান, গত বছরের তুলনায় এবার ধরণ পাল্টেছে ডেঙ্গু। জ্বর ও ব্যাথার পাশাপাশি বমি, পাতলা পায়খানাসহ বিভিন্ন উপসর্গের দেখা মিলছে। তাই জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।
সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি এডিস মশা উৎপন্ন হয় এমন স্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখাতে হবে।’
ঢাকা বিজনেস/এমএ/