২৬ জুন ২০২৪, বুধবার



টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা


এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। সোমবার (৫ সেপ্টেম্বর) লাহোর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু  হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টেস।

মহাগুরত্বপূর্ণ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে দল দুটি।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী , নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুক।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা , দুনিথ ওয়েললাগে, মহেশ থেকস, কাসুন রাজিথা,মাথিশা পাথিরানা।

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন