২০ এপ্রিল ২০২৫, রবিবার



এক জমিতেই লাউ-হলুদের চাষ

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ || ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:০১ পিএম
এক জমিতেই লাউ-হলুদের চাষ


এক ক্ষেতেই হলুদ ও লাউ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন কৃষক মো. রিপন মিয়া। তার জমিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মিশ্র ফসল চাষ হয়েছে। বাহুবল উপজেলার কচুয়াদি গ্রামের এই কৃষক একই ক্ষেতে হলুদ ও লাউ ফসল চাষ করে বাম্পার ফলন পেয়ে আনন্দিত।  

প্রায় ২০ শতক জমিতে প্রথমে উন্নতজাতের হলুদ চাষ করেন ওই কৃষক। পরে হলুদ গাছের ফাঁকে ফাঁকে লাউ চাষ করেন। লাউ বিক্রি চলছে। মাসখানের মধ্যে ক্ষেত থেকে হলুদ সংগ্রহ করে বিক্রি করা যাবে।

সরেজমিন গেলে কৃষক মো. রিপন মিয়া জানান, প্রায় ২০ শতক জমিতে ফসল করে আসছিলেন। কিন্তু ভালো ফলন পাচ্ছিলেন না। এখানে কৃষি অফিসের পরামর্শে তিনি হলুদ চাষ করেন। পরে চাষ করেন লাউ। 

উৎপাদিত লাউ বিক্রি থেকে তিনি প্রায় ১৫ হাজার টাকা পেয়েছেন। আশা করছেন হলুদ বিক্রি থেকে আরও ৪০ হাজার টাকা পাবেন। এসব চাষে তার প্রায় ৫ হাজার টাকা খরচ হয়েছে। লাউ বিক্রি চলছে। হলুদ বিক্রি করতে আরও কিছুদিন লেগে যাবে।

স্থানীয় কৃষকরা বলেন, চেষ্টা ও শ্রমের মাধ্যমে সফলতা আসে। কৃষক মো. রিপন মিয়া স্বল্প জমিতে মিশ্র ফসল চাষ করে সফলতার প্রমাণ দেখিয়েছেন। আমরাও নিজ নিজ জমিতে মিশ্র ফসল চাষ করতে আগ্রহী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মিশ্র ফসল চাষে কৃষক মো. রিপন মিয়াকে পরামর্শ দিয়েছিলাম। তিনি জমিতে হলুদ ও লাউ চাষ করেন। এসব ফসল চাষে তিনি বাম্পার ফলন পেয়েছেন। শুধু তাই নয়, আমি কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিয়ে থাকি। তারা আমার পরামর্শ নিয়ে ফসল চাষে লাভবান হচ্ছেন।



আরো পড়ুন