২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



মিয়ানমারে জান্তার হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক || ২৩ জুলাই, ২০২৩, ০৩:৩৭ এএম
মিয়ানমারে জান্তার হামলা, নিহত ১৪


মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা বাহিনীর হামলায় ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

শনিবার (২২ জুলাই) দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জান্তা সেনারা গত শনিবার ভোর হওয়ার আগে সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন শহরের সোনে চৌং নামের একটি গ্রামে অভিযান চালায়। এ সময় তারা ৩ জনকে শিরচ্ছেদ করে হত্যা করে। এই তিনজনই বো তুন তাউক পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য এবং জান্তার হামলার সময় তারা ওই গ্রামে পাহারা দিচ্ছিলেন। ওই তিনজনকে হত্যার পর জান্তা বাহিনী ১১ জন গ্রামবাসীকে হত্যা করে।

একজন গ্রামবাসী বলেন, আমরা ৬ জন যোদ্ধার মরদেহ পেয়েছি। আর অন্য বেসামরিক লোকদের লাশ চারদিকে ছড়িয়ে ছিল। মনে হচ্ছে তারা পালানোর চেষ্টাকালে গুলি করে হত্যা করা হয়েছে বা কেটে ফেলা হয়েছে।

মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী বলেছে, জান্তাপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলো নিহতদের নাম প্রকাশ করেছে। কিন্তু এসব চ্যানেল বলেছে, নিহতরা সবাই প্রতিরোধ যোদ্ধা।

জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকারের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী ড. সাসা ফেসবুকে একটি পোস্ট করে বলেন, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা সৈন্যরা প্রায় ৮০টি গণহত্যা চালিয়েছে। ইয়ানমাবিনে চালানো নৃশংসতা তেমনই একটি গণহত্যা। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন