০১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার



আজ নাসিরুদ্দিন শাহ'র জন্মদিন

বিনোদন ডেস্ক || ২০ জুলাই, ২০২৩, ০৭:৩৭ এএম
আজ নাসিরুদ্দিন শাহ'র জন্মদিন


ভারতের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। প্রায় পঞ্চাশ বছর ধরে অভিনয় করে যাচ্ছেন এই তারকা।  এতটা সাবলীল অভিনয় তার, যেন তার চেয়ে অধিক উপযুক্তভাবে কেউ সেই অভিনয়টা করতে পারবে না। বৃহস্পতিবার (২০ জুলাই) তার জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আজ ৭১ বছরে পা রাখলেন নন্দিত এই অভিনেতা।

মুসলিম পরিবারে জন্ম নেওয়া নাসিরুদ্দিন শাহ পড়াশোনা করেছেন নৈনিতালের সেন্ট জোসেফস কলেজে। এছাড়া, উচ্চতর ডিগ্রি নিয়েছেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে।

১৯৬৭ সালে ‘আমান’ সিনেমায় খুব ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন নাসিরুদ্দিন শাহ। তবে তিনি সিনেমায় নিয়মিত হয়েছেন ১৯৮২ সালের ‘হাম পাঁচ’-এর পর। এরপর থেকে তিনি বাণিজ্যিক এবং আর্ট দুই ঘরানার সিনেমাতেই অভিনয় করে আসছেন।

নাসিরুদ্দিন শাহ অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘নিশান্ত’, ‘আক্রোশ’, ‘স্পর্শ’, ‘মির্চ মাসালা’, ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিউ আতা হ্যায়’, ‘ত্রিকল’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘মোহন জোশি হাজির হো!’, ‘কাথা’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘দিল আখের দিল হ্যায়’, ‘মাসুম’, ‘কারমা’, ‘ইজাজাত’, ‘হিরো হিরালাল’, ‘দ্য পারফেক্ট মার্ডার’, ‘মালামাল’, ‘ঘুলামি’, ‘বিশ্বমাত্মা’, ‘সারফারোশ’, ‘অ্যা ওয়েডনেসডে’ ইত্যাদি উল্লেখযোগ্য।

সিনেমার বাইরে নাসিরুদ্দিন শাহ একজন মঞ্চ ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে মঞ্চ নাটকের কাজ করছেন। নির্দেশনাও দিয়েছেন বহু নাটকের। এছাড়া তিনি ‘ইয়ু হোতা তো কেয়া হোতা’ নামে একটি সিনেমাও নির্মাণ করেছিলেন ২০০৬ সালে।

অভিনেতা হিসেবে নাসিরুদ্দিন শাহর প্রাপ্তির ঝুলি দারুণ সমৃদ্ধ। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় দেশটির সরকার তাকে ১৯৮৭ সালে ‘পদ্মশ্রী’ এবং ২০০৩ সালে ‘পদ্মভূষণ’ সম্মাননা প্রদান করে। এছাড়া ৩ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নাসিরুদ্দিন শাহ ফিল্মফেয়ার পুরস্কারে ১৫ বার মনোনয়ন পেয়েছিলেন। এর মধ্যে ৩ বার বিজয়ী হয়েছেন। এছাড়াও তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

১৯৭০ সালে অভিনেত্রী ও নির্মাতা রত্না পাঠকের সঙ্গে পরিচয় হয় নাসিরুদ্দিন শাহর। তারা ভালোবেসে বিয়ে করেন ১৯৮২ সালে। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। যার মধ্যে ছেলে ইমাদ শাহ ও ভিভান শাহ অভিনয়ের সঙ্গে জড়িত।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন