২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



স্পাই ইউনিভার্সে আলিয়া

বিনোদন ডেস্ক || ১৯ জুলাই, ২০২৩, ০৪:৩৭ এএম
স্পাই ইউনিভার্সে আলিয়া


বলিউড অভিনেত্রী মহেশ ভাটকন্যা আলিয়া ভাট। 'স্টুডেন্ট অব দ্যা ইয়ার' সিনেমা দিয়ে অভিষেক করেছিলেন বলিউডে। এরপর অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এ অভিষেক হতে যাচ্ছে আলিয়ার।

বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী ফ্র্যাঞ্চাইজি এখন যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’। যেখানে গুপ্তচরের চরিত্রে হাজির হয়েছেন সালমান খান, শাহরুখ খান ও হৃতিক রোশনরা। এছাড়া নারী গুপ্তচরের ভূমিকায় তাক লাগিয়েছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। 

এবার স্পাই ইউনিভার্সকে আরেকটু বিস্তৃত করতে চলেছে যশরাজ ফিল্মস। পুরুষ নয়, নারী চরিত্র কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে স্পাই ইউনিভার্সের নতুন একটি সিনেমা। আর এ সিনেমায়ই হাজির হবেন আলিয়া ভাট।

জানা গেছে, যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়ার টিম নারী গোয়েন্দাকে নিয়ে এক দুর্দান্ত সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। স্পাই ইউনিভার্সের এ সিনেমায় আলিয়াকে দেখা যাবে এক সুপার এজেন্টের ভূমিকায়। আলিয়াও এ ব্যাপারে দারুণ উচ্ছ্বসিত। এর আগে ‘রাজি’ সিনেমায় গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু, নির্মাতাদের দাবি, আলিয়াকে এর আগে এমন ভূমিকায় দেখা যায়নি কখনো।

যশরাজ ফিল্মসের এ সিনেমায় আলিয়াকে দেখা যাবে চোখ ধাঁধানো সব অ্যাকশন করতে। জানা গেছে, এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় আলিয়া দর্শককে চমকে দেবেন বলে মনে করছেন আদিত্য। আগামী বছর স্পাই ইউনিভার্সের নতুন এ সিনেমার শুটিং শুরু হবে। আর এখন চলছে এর প্রি-প্রোডাকশনের কাজ।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন