২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ক্যাম্পাস
প্রিন্ট

ইউআইইউর সাংবাদিকতা বিভাগে যোগ দিলেন ড. শফিউল

নিজস্ব প্রতিবেদক || ০১ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
ইউআইইউর সাংবাদিকতা বিভাগে যোগ দিলেন ড. শফিউল


রাজধানীর ইউনাইটেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিস অ্যান্ড জার্নালিজম বিভাগে যোগ দিলেন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম। রোববার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে (ইউনাইটেড সিটি, মাদানী এভিনিউ) যোগ দেন তিনি। 

ড. শফিউল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিস অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রাধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও গ্রিন ইউনিভার্সিটিতেও একই দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে গ্লোবাল মিডিয়া এডুকেশন কাউন্সিলের সহ-সভাপতিরও দায়িত্ব পালন করছেন।  


প্রসঙ্গত, ইউনাইটেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিস অ্যান্ড জার্নালিজম বিভাগ সদ্য বিদায়ী ২০২২ সালে ইউজিসি কর্তৃক অনুমোদন পেয়েছে। চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রথম ব্যাচ নিয়ে ক্লাস শুরু হবে।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন