২৬ জুন ২০২৪, বুধবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

দারিদ্র্যের হার ১৬ শতাংশে নেমে এসেছে: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০৩ এপ্রিল, ২০২৩, ০৬:০৪ পিএম
দারিদ্র্যের হার  ১৬ শতাংশে নেমে এসেছে: তথ্যমন্ত্রী


বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,‘আমাদের দারিদ্র্যের হার মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি থেকে এখন ১৬ শতাংশে নেমে এসেছে।’সোমবার (৩ এপ্রিল) দুপুরে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এ আয়োজিত আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বে আমরা ৩৫তম জিডিপির দেশ। আর পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপিতে আমাদের অর্থনীতি  ৩১তম। জিডিপির আকারে এখন মালয়েশিয়ার চেয়ে বড় অর্থনীতির দেশ আমরা।  আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশ ২৭তম অর্থনীতির দেশ হবে।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘দিন দিন আমরা উন্নতি লাভ করছি। বস্তুগত বা অবকাঠামোগত উন্নতির পাশাপাশি মানুষের আত্মিক উন্নতিরও প্রয়োজন। আত্মিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে চলচ্চিত্র। এমন সব সিনেমা বানানো হোক, সেগুলো যেন মানুষ পরিবার-পরিজন নিয়ে দেখতে পারে।  বিনোদনের পাশাপাশি দেশ, সমাজ, রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে। মানুষের তৃতীয় নয়ন খুলে দিতে পারে। তাহলে সেই সব সিনেমা বিনোদনের পাশাপাশি দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে, রাষ্ট্রকে জাগ্রত করতে, বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।’

শেখ হাসিনার নেতৃত্বে আবারও চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সিনেমা হল তৈরি ও পুরনো হল সংস্কারের জন্য সহজ শর্তে ১ হাজার কোটি টাকার এক বিশেষ তহবিল গঠন করা হয়েছে।’ তিনি বলেন, ‘চলচ্চিত্রে অনুদানের পরিমাণ ও সংখ্যা দুইই বেড়েছে। এফডিসিতে নতুন দৃষ্টিনন্দন কমপ্লেক্স তৈরির কাজ চলছে। সেখানে চারটি শুটিং স্পট থাকবে। একজন নির্মাতা সেখান থেকে একটা সিনেমা বানিয়ে মুক্তি দিতে পারবেন। এছাড়া চলচ্চিত্র শিল্পের জন্য নেওয়ায় ১০০ একর জমিতে ছবি বানানোর সব সুবিধা রাখা হচ্ছে।

 ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন