পাকিস্তানে প্রায় সবধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। শনিবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী ইশরাক দার এ ঘোষণা দেন।
পাকিস্তানি বিজনেস দৈনিক পত্রিকা বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৬ জুলাই) এ সিদ্ধান্ত কার্যকর হবে। ৩১ জুলাই পর্যন্ত তা সচল থাকবে।
অর্থমন্ত্রী ইশরাক দার বলেন, ‘প্রতি লিটার পেট্রলের দর কমানো হয়েছে ৯ পাকিস্তানি রুপি। আর ডিজেলের মূল্য ৭ রুপি কমানো হয়েছে।’
এতে এখন লিটারপ্রতি পেট্রলের দাম দাঁড়াবে ২৫৩ রুপি। আগে যা ছিল ২৬২ রুপি। আর লিটারে ডিজেলের দর হবে ২৫৩ দশমিক ৫০ রুপি। আগে তা ছিল ২৬০ দশমিক ৫০ রুপি।
দেশটির অর্থমন্ত্রী বলেন, গত ১৫ দিনে মাত্র একটি পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। বাকি সব আইটেমের দাম হ্রাস পেয়েছে। ইতোমধ্যে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান বেড়েছে। তাই পেট্রোলিয়াম পণ্যের মূল্য হ্রাস করা হয়েছে।
ঢাকা বিজনেস/এমএ/