২৬ জুন ২০২৪, বুধবার



তেজগাঁওয়ে ট্রেনে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম
তেজগাঁওয়ে ট্রেনে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি


রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এই তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় রেলের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

উল্লেখ্য,  সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসে মোহনগঞ্জ এক্সপ্রেস। মঙ্গলবার ভোর ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার পর জেগে থাকা যাত্রীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে চালক তেজগাঁও স্টেশনের কাছাকাছি দ্রুত ট্রেনটি থামালেও ততক্ষণে প্রাণ হারান চার জন।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন