নরসিংদীতে প্রেমের সম্পর্ক গড়ে দুই বছর ধরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু হুরেক (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। শুক্রবার ( ৩০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শহরের বাজিড় মোড়ের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন। আবু হুরেক সদর উপজেলার মধ্যশীলমান্দি এলাকার শফিকুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, ‘আবু হুরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নরসিংদীতে বসবাসকারী ১৯ বছর বয়সী এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে একাধিকবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে। প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করায় ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে গত বৃহস্পতিবার নরসিংদী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
তিনি আরো বলেন, ‘তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব ১১ নরসিংদীর একটি দল জেলা সদরের বাজির মোড়ের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে আবু হুরেককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।’
মাহমুদ/এম