২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



লোকবল নেবে ভিসতা

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ জুন, ২০২৩, ১০:৩৬ এএম
লোকবল নেবে ভিসতা


বিভিন্ন পদে লোকবল নিয়োগ দিচ্ছে দেশের অ্যারিস্টক্র্যাট ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিসতা।  ইলেক্ট্রনিক্স পণ্য বিপণনে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেসব পদে লোকবল নেওয়া হবে:

১)  ২ জন ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর: সেলস/ডিলার মার্কেটিং।  ইলেকট্রনিক্স পণ্য বিপণনে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২)  ৮ জন বিভাগীয় কর্মকর্তা:  সেলস/ডিলার মার্কেটিং। ইলেকট্রনিক্স পণ্য বিপণনে কমপক্ষে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩)  ৮ জন জোনাল ম্যানেজার / এরিয়া ম্যানেজার। ইলেকট্রনিক্স পণ্য বিপণনে কমপক্ষে ০৪ বছরের অভিজ্ঞতা হবে।

৪) ১৫ জন সিনিয়র সেলস এক্সিকিউটিভ / সেলস এক্সিকিউটিভ।  ইলেকট্রনিক্স পণ্য বিপণনে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫) ১ জন আইটি অফিসার। এসইও, ডিজিটাল মার্কেটিং, ফটোশপ বিষয়ে অভিজ্ঞতা। পিআর এবং ইংরেজিতে দক্ষতা অগ্রাধিকার পাবে।

৬) ১ জন জুনিয়র অফিসার।   ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে অ্যাকাউন্টস বিভাগে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  কমার্শিয়াল কাজের অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে ।

আগ্রহীরা ২০ জুলাই-২০২৩ এর মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ভিসতা করপোরেট অফিস, বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬, ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

ইমেইল: info@vistabangladesh.com, vistabangladesh@gmail.com



আরো পড়ুন