২৬ জুন ২০২৪, বুধবার



ব্যবসায়ীদের বিবেকের কাছে প্রশ্ন রাখলেন বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ১৬ মার্চ, ২০২৩, ০৪:৩৩ এএম
ব্যবসায়ীদের বিবেকের কাছে প্রশ্ন রাখলেন বাণিজ্যমন্ত্রী


রমজানে ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‌‘রমজান এসেছে ব্যবসায়ীদের বলবো আপনারা একটু সংযমী হোন। যা ন্যায্য মূল্য সেটাই নেবেন, আমরা সারাদিন পাহারা দিতে পারবো না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা দায়িত্ব নেবেন কিনা।’

বুধবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘আমি বারবার অনুরোধ করি, মানুষের কষ্ট হয় এমন কিছু করা যাবে না, মানবিক দায়িত্ব আছে। আমরা সেন্সেবল ব্যবসায়ী চাই। পৃথিবীর সব জায়গায় উৎসবের সময়ে মানুষকে একটু ছাড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে তার ব্যতিক্রম।’

পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়ে ক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘রমজানকে সামনে রেখে হুমড়ি খেয়ে কেনার কিছু নেই। একটু সাশ্রয়ী হোন। বাজারে একটা সরবরাহ ব্যবস্থা আছে। পাঁচ কেজি পেঁয়াজের জায়গায় আপনারা ২০ কেজি কেনা শুরু করলে বাজারে হুট করে সরবরাহ চলে আসবে না।’

রমজানে টিসিবির কার্যক্রম নিয়ে টিপু মুনশি বলেন, ‘টিসিবি আগে একবার পণ্য দিত, এখন দুবার দেবে। ডাল, তেল, চিনি, চাল, ঢাকায় খেজুর দেবে, গ্রামে ছোলা-বুট দেবে। এক কোটি মানুষকে দেবে, এক কোটি মানুষকে দেওয়া মানে এক কোটি পরিবারকে দেওয়া।’

ভোক্তা অধিকারের বিষয়ে ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভোক্তাকে সচেতন হতে হবে। ভোক্তা সচেতন হলে ব্যবসাযীরা অনৈতিক সুযোগ নিতে পারবে না। একইসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপর চাপ কমে আসবে।’

অনুষ্ঠানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোয় জনবল বাড়ানোর পরামর্শ দেন।

বৈশ্বিক সংকট দেশের বাজারে প্রভাব ফেলেছে জানিয়ে এফবিসিসিআই জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে তাল মিলিয়ে আমরাও বাজার ঠিক রাখতে কাজ করছি।’

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে রচনা আহ্বান করেছিল ভোক্তা অধিদপ্তর। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দ্রুত সময়ের মধ্যে ভোক্তার অভিযোগ নিষ্পত্তি করতে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কনজ্যুমার কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম’ বা সিসিএমএস। বাণিজ্যমন্ত্রী এর উদ্বোধন করেন। ভোক্তারা স্মার্ট ডিভাইসের মাধ্যমে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারবেন। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন