২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



লাইভে এসে যা বললেন শাবনূর

স্টাফ রিপোর্টার || ২৯ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম
লাইভে এসে যা বললেন শাবনূর


একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর বেশ কিছু দিন ধরেই ছিলেন দৃশ্যের অন্তরালে। ১৭ ডিসেম্বর নিজের জন্মদিন উপলক্ষে একটি চলন্ত মাইক্রোবাসে বসে ভক্তদের গান শুনিয়েছেন। এসময় তিনি ভক্তদের ‘আই লাভ ইউ অল’ বলে নিজের ভালোবাসার কথা জানান। এই ঘটনার পর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)  কাজী শারমিন নাহিদ নুপুর নামের পেজ থেকে তিনি ফেসবুক লাইভে আসেন। 

লাইভে এসে তিনি এক ভক্তের প্রশ্নের জবাবে বলেন, ‘পুরোনো ছবি তো মানুষ দেখছেই। আর নতুন প্রজন্মও কিছু না কিছু দিচ্ছে। আমার পুরনো ছবি নতুন করে করার কিছু নেই।’ 

ফেসবুকে ফেইক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল  কপি করা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি চেষ্টা করছি, অসৎ কাজ যারা করেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। যারা এই অসৎ কাজে জড়িত, তারা সাবধান হোন। পরে আইনি ব্যবস্থা নিলে আমাকে কিছু বলতে পারবেন না। কারণ আমি সবাইকে ভালোবাসি।’

শাবনূরের লাইভে আসার কারণ মূলত ফেইক আইডিতে ভক্তদের প্রতারিত হওয়া নিয়ে। শাবনূর চান না, তার ভক্তরা স্বার্থান্বেষী মানুষের ফাঁদে পা দিক। তাই তিনি লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমি চাই, আমার  ভক্তরা সঠিক জায়গায় আসুক। শুধু আমার ইউটিউব চ্যানেলে না, জীবনের ক্ষেত্রেও আসল জিনিস খুঁজে পাওয়া খুব জরুরি।’ 

এই সময় তিনি জানান, সপ্তাহে ১ দিন শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করবেন। 



আরো পড়ুন