০৯ জুলাই ২০২৪, মঙ্গলবার



মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন বিকর্ণ কুমার ঘোষ

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ জুন, ২০২৩, ১১:০৬ এএম
মহাত্মা গান্ধী আন্তর্জাতিক  শান্তি পুরস্কার পেলেন বিকর্ণ কুমার ঘোষ


‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩’ পেলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।  শুক্রবার (৯ জুন) বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব-২০২৩ উপলক্ষে কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

বিকর্ন কুমার ঘোষ ৯ বছর যাবত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে কর্মরত। ‘ইনফো সরকা-৩’ প্রকল্প পরিচালক হিসেবে  প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলকের সার্বিক তত্ত্বাবধান দেশের ২ হাজার ৬০০ ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট বিস্তারে কাজ করেছেন। যা ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ স্মার্ট বাংলাদেশের মূল চালিকাশক্তি উচ্চগতির ইন্টারনেটের এর মূল ব্যাকবোন হিসেবে কাজ করছে। 

বিকর্ন কুমার ঘোষ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রায় ২ বছর দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বকালে ৫টি হাইটেক পার্ক চালু হয়েছে। এছাড়া প্রায় ৪৭টি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে।  

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন