বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ( এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশীয় সম্পদ সংগ্রহে সংস্কারের অগ্রগতি, জনসাধারণের ব্যয়ের দক্ষতা ও উৎপাদনশীলতা উন্নত করতে ও ছোট ব্যবসা, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন ব্যবসাগুলোকে অর্থায়নে সহায়তা করার জন্য এই ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। এই ঋণটি এডিবির সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের দ্বিতীয় সাবপ্রোগ্রাম, যা কোভিড-১৯ মহামারির পরে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার জন্য ২০২১ সালের অক্টোবরে চালু করা হয়েছিল।
এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান জনব্যবস্থাপনা অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, এ উপকর্মসূচির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের রাজস্ব বাড়াতে, লিঙ্গ, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাইজেশনের উপর একটি দৃঢ় ফোকাসসহ এই উপ-প্রোগ্রাম দরিদ্র ও দুর্বলদের জন্য আয় বৃদ্ধিতে সহায়তা করার সরকারি প্রচেষ্টাকে শক্তিশালী করবে।
ঢাকা বিজনেস/এমএ/