২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

ডিএসইর চেয়ারম্যান হলেন ড. হাফিজ

স্টাফ রিপোর্টার || ০৬ মার্চ, ২০২৩, ০৬:৩৩ পিএম
ডিএসইর চেয়ারম্যান হলেন ড. হাফিজ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। ডিএসই’র ১০৫৪তম বোর্ড সভায় তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। রোববার(৫ মার্চ) ডিএসই এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজী অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ আ্যাক্রেডিটেশন কাউন্সিলে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ড. হাসান বাবু বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি। তিনি প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সের একজন সম্মানিত সদস্য ছিলেন। হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান হিসেবে ২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। 

এ ছাড়াও, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য হিসেবে ২০১৬ সালের ১২ জুলাই থেকে ২০২০ সালের ১১ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান থেকে পিএইচডি ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের অধীনে চেক সরকারের বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্র থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি গবেষণার জন্য জার্মানীর ড্যাড (DAAD) ফেলোশিপও অর্জন করেন। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস থেকে ড. এম ও গণি মেমোরিয়াল স্বর্ণপদকে ভূষিত হয়েছেন তিনি। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ২০১৭ সালে কম্পিউটার বিজ্ঞান বিভাগে সেরা গবেষণার জন্য রাষ্ট্রপতির নিকট থেকে ইউজিসি স্বর্ণপদক-২০১৭ গ্রহণ করেন। 

বর্তমানে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে প্রকাশিত স্বনামধন্য জার্নাল কম্পিউটার্স অ্যান্ড ডিজিটাল টেকনিকসের সহযোগী সম্পাদক। হাসান বাবু ২০১৭-২০২০ সেশনে বাংলাদেশের সবচেয় বড় আইসিটি পেশাজীবী সংস্থা বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডিএসই’র নবনির্বাচিত চেয়ারম্যানের রয়েছে একাধিক করপোরেট সংস্থায় কাজের অভিজ্ঞতা। এর মধ্যে বিশ্বব্যাংকের ইনফরমেশন টেকনোলজি এক্সপার্ট হিসেবে জনতা ব্যাংকের ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের ৬ বছরের অধিককাল দায়িত্ব পালন করেন। 

এছাড়া তিনি বিশ্বব্যাংকের ইনফরমেশন টেকনোলজী এক্সপার্ট হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এ ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন।

হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ কমিটির সদস্য, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিভিন্ন নিয়োগ কমিটির সদস্য, বাংলাদেশের অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি শতাধিক গবেষণাপত্র বিভিন্ন বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ও আন্তর্জাতিক কনফারেন্সে প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত তিনটি গবেষণাপত্র আন্তর্জাতিক কনফারেন্সে সেরা গবেষণাপত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

এ ছাড়া হাসান বাবু যুক্তরাষ্টের একটি প্রকাশনা সংস্থা এবং যুক্তরাজ্যের দুটি স্বনামধন্য প্রকাশনা সংস্থা থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চারটি পাঠ্যবই রচনা করেছেন।

হাসান বাবু ২০২২ সালে তাঁর রচিত “World Leader Sheikh Hasina: The Pioneer of Golden Bangladesh” শীর্ষক গ্রন্থের জন্য বিশেষ সুখ্যাতি অর্জন করেছেন৷ এ ছাড়া তিনি ২০১৮ সালে নবরাগ প্রকাশনী থেকে “একটি স্বপ্ন একটি দেশ: ডিজিটাল বাংলাদেশ”, শিরোনামে একটি বই প্রকাশ করেন।

উল্লেখ্য যে, গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে বিএসইসি ৪ ব্যক্তিকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেয়। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন বিভাগের সাবেক চেয়ারম্যান (সচিব) মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

টি/এম



আরো পড়ুন