২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



কক্সবাজার পৌরমেয়র পদে মাহাবুবুর রহমান জয়ী

কক্সবাজার করেসপন্ডেন্ট || ১২ জুন, ২০২৩, ০৪:৩৬ পিএম
কক্সবাজার পৌরমেয়র পদে মাহাবুবুর রহমান জয়ী


কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২৮ হাজার ৪১৮ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ৩ হাজার ৮৪৪ ভোট। সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলের নির্বাচন সমন্বয় কেন্দ্রে জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন এই ফল ঘোষণা করেন। 

সোমবার (১২ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ওয়ার্ডে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৫ জন ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১২টি টিম ও ১ হাজার ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন।

রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, ‘৪৩টি কেন্দ্রের ২৪৫টি কক্ষে সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত ছিল।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম দুপুরে বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । কোথাও গোলযোগের খবর ছিল না শেষ পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ধরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় ছিলেন৷’

কাউন্সিলর পদে  বিজয়ীরা হলেন, সংরক্ষিত ৪টি নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১,২, ৩ নম্বর ওয়ার্ডে শাহেনা আকতার, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আকতার, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে জাহেদা আকতার এবং ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে নাছিমা আকতার বকুল। ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে আকতার কামাল, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডে এহসান হক, ৫ নম্বর ওয়ার্ডে শাহাব উদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডে রাজবিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু ও ১২ নম্বর ওয়ার্ডে এমএ মঞ্জুর।

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন