১৬ জুন ২০২৪, রবিবার



জাবিতে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫ শিক্ষার্থী

জাবি সংবাদদাতা || ০৫ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম
জাবিতে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫ শিক্ষার্থী


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায়  ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (৪৫তম ব্যাচ) ৫জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। সোমবার (০৫ জুন) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাওয়ার্ডে  মনোনীত শিক্ষার্থীরা হলেন কলা ও মানবিকী অনুষদের চারুকলা বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত ইবনে নবী, সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফারাহ নাসরিন, জীববিজ্ঞান অনুষদের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অনুজ ভৌমিক পিয়াস, বিজনেস স্টাডিজ অনুষদের আইবিএ-র শিক্ষার্থী মো. আতা-ই-রাব্বি ও গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোছা. নিলুফার ইয়াসমিন।

সংবাদ সম্মেলনে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫জন শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের প্রথমবারের আয়োজন। আমরা অ্যাওয়ার্ড দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবো। এছাড়া এই অ্যাওয়ার্ড পেতে হলে শিক্ষার্থীদের ন্যূনতম সিজিপিএ-৩.৭৫ পেতে হবে। অনুষদভুক্ত বিভাগগুলোর সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন