২৬ জুন ২০২৪, বুধবার



বিসিসি নির্বাচনে নিরাপত্তায় থাকবে সাড়ে ৪ হাজার সদস্য

বরিশাল সংবাদদাতা || ০৪ জুন, ২০২৩, ০১:০৬ পিএম
বিসিসি নির্বাচনে নিরাপত্তায় থাকবে সাড়ে ৪ হাজার সদস্য


আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে সব ধরনের নাশকতা প্রতিরোধে প্রায় সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ পরিদর্শক দল ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্র পরিদর্শন করবেন।

বিসিসি জানায়, এবার এই সিটির নির্বাচনে নগরীর ৩০টি ওয়ার্ডে প্রায় ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার ১২৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের নিরাপদে ও নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে পুলিশের সঙ্গে আনসার, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে সর্বমোট সাড়ে ৪ হাজার সদস্য কাজ করবে নির্বাচনের পরের দিন পর্যন্ত। ইতোমধ্যে নগরীর আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রায় ৩ হাজার ৩১২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

এ বিষয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশনের কো-ওডিনেটর বাদল অধিকারী বলেন, ‌‘আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আঞ্চলিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে গঠন করা হয়েছে যৌথ বাহিনী। এ ছাড়াও, প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণে ভিজিল্যান্স ও অবজারভেশনের জন্য ৩ টিম মাঠে কাজ করছে।’

বরিশাল জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট অফিসার বাসুদেব ঘোষ বলেন, ‘আসন্ন বিসিসি নির্বাচনকে কেন্দ্র করে ১২৬ কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। সর্বমোট ১ হাজার ৫১২ জন আনসার ও ভিডিপি সদস্য ভোটারদের নিরাপদে ও নির্বিঘ্নে ভোট প্রদানে সহযোগিতা করবেন। এরমধ্যে ২ জন করে সদস্য থাকবেন অস্ত্রধারী।’

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন ১০ জন। আগামী ১২ জুন নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন আরও ৩০ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হবে। সর্বমোট ৪০ জন ভ্রাম্যমাণ আদালত বিসিসি’র ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্র পরিদর্শন করবেন।’ 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ‘আসন্ন বিসিসি নির্বাচনকে ঘিরে সব ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এবারের সিটি নির্বাচনে সর্বমোট ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৮টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ ও ২৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে ১১টি কেন্দ্রকে সাধারণ ভোট কেন্দ্র হিসেবে রাখা হয়েছে।’

পুলিশ কমিশনার আরও বলেন, ‘আসন্ন বিসিসি নির্বাচনে ভোটারদের নিরাপদে ও নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য শুধু ২ হাজার ৩০০ পুলিশ সদস্যের চাহিদার কথা বলা হয়েছে হেড কোয়ার্টারে।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন