আফ্রিকার সুপার ঈগল নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে ছিটকে এখন ঘরের মাঠে দর্শক হয়ে গেলো স্বাগতিক আর্জেন্টিনা।
বুধবার (৩১ মে) রাতে আর্জেন্টিনার স্যান হুয়ান ডেল বিসেন্টেনারিও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে স্বাগতিকদের ২-০ গোলে হারান নাইজেরিয়ার যুবারা। দলের হয়ে গোল ২টি করেন ইব্রাহিম বেজি মুহাম্মদ ও হালিরু সারকির।
ম্যাচ শুরুর আগে শক্তির বিচারে নাইজেরিয়ার থেকে অনেক এগিয়ে ছিল আর্জেন্টিনা। ম্যাচেও এর প্রতিফলন দেখা যায়। বল দখল থেকে শুরু করে আক্রমণ, পাস কিংবা টার্গেটে, শট সব কিছুতেই বেশ এগিয়ে ছিল আর্জেন্টাইন যুবারা। শুধু ফলটাই তাদের বিপরীতে।
পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল নিজেদের কাছে রেখে প্রতিপক্ষের গোল বরাবর ২৬টি শট নিয়েছিলেন আলবিসেলেস্তে যুবারা। পক্ষান্তরে নাইজেরিয়া মাত্র ৩৪ শতাংশ বল নিজেদের কাছে রেখে ১০টি শট প্রতিপক্ষের গোল বরাবর নিয়েছিল। যেখানে থেকে দুটিতে গোল আদায় করে নিতে সক্ষম হয়।
ম্যাচের শুরুতে খেলা কিছুটা স্লো গতির হলেও আস্তে আস্তে ঘরের মাঠে আর্জেন্টিনা আক্রমণ বাড়ায়। তবে কোনো দলই কাঙ্ক্ষিত গোল আদায় করতে সক্ষম হয়নি। তাই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই।
ম্যাচের ৬১তম মিনিটে আদেনিরানের অ্যাসিস্ট থেকেই বল জালে জড়িয়ে নাইজেরিয়ানদের উল্লাসে ভাসান ইবরাহিম বেজি মুহাম্মদ। গোল খেয়ে তা শোধের জন্য মরিয়া হয়ে ওঠেন আলবিসেলেস্তে যুবারা। নির্ধারিত সময় আর গোল হয়নি। কিন্তু অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার জালে দ্বিতীয় গোল দেন রিলওয়ানু হালিরু সারকি। এতে ২-০ তে ম্যাচ শেষ হয়।
ঢাকা বিজনেস/এইচ