২৮ জুন ২০২৪, শুক্রবার



গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’

গাইবান্ধা সংবাদদাতা || ১৪ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’


দেশব্যাপি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক‍্যাম্পেইনের আওতায় গাইবান্ধার ২ হাজার ৩৩ কেন্দ্রে মোট ৩ লাখ ৪২ হাজার ৪ শত ৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।  বুধাবর (১৪ জুন) দুপুরে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানোনো হয়।  

আগামী ১৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাইবান্ধায় ৬-১১ মাস বয়সী প্রায় ৩৪ হাজার ৬ শত ২৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল  ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ৩ লক্ষ  ৭  হাজার ৭ শত ৭৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল  খাওয়ানো হবে।

ক‍্যাম্পেইনের গুরুত্ব আরোপ করে চিকিৎসকরা জানান, সারাদেশের ন‍্যায় গাইবান্ধায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে একটি শিশুও যেন বাদ না পরে। 

কর্মশালায় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল‌ অফিসার ডা. কে এম আফরোজ জাহান, ডা. সোহেল মাহমুদ প্রমূখ।  

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন