০৯ জুলাই ২০২৪, মঙ্গলবার



রিজার্ভ ডে’তে গড়াতে পারে আইপিএল ফাইনাল

ক্রীড়া ডেস্ক || ২৮ মে, ২০২৩, ১০:০৫ পিএম
রিজার্ভ ডে’তে গড়াতে পারে আইপিএল ফাইনাল


প্রবল বৃষ্টিতে বন্ধ রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল। টানা বৃষ্টিতে মাঠে গড়ায়নি টস। টানা বৃষ্টিতে পানি জমে মাঠের অবস্থা নাজেহাল। 

আইপিএল নিয়ম অনুযায়ী রোববার (২৮ মে) শেষ পর্যন্ত ম্যাচ মাঠে না গড়াতে পারলে খেলা অনুষ্ঠিত হবে পরবর্তী দিন সোমবার রিজার্ভ ডে’তে।

আগে থেকেই আবহাওয়ার পূর্বাবাসে জানানো হয়েছিল, সন্ধ্যা থেকে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৬৮ শতাংশ। যেখানে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এ ছাড়া আকাশ ৭৮ শতাংশ মেঘলা থাকবে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।

শেষ পর্যন্ত তাই ঘটছেও ম্যাচ শুরুর আগে সন্ধ্যা থেকে ‍বৃষ্টির কারণে ৮টায় ম্যাচ হওয়ার কথা থাকলেও এখনো টস পর্যন্ত করা সম্ভব হয়নি। যেভাবে বৃষ্টি ঝরছে তাতে ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনাও কম। ধরণা করা হচ্ছে,কাট অফ টাইম  ১২টা ২৬ মিনিট পর্যন্ত। এরপরও যদি পরিস্থিতির কোনো উন্নতি না হয় তাহলে ম্যাচটি সোমবার অনুষ্ঠিত হবে ।

ঢাকা বিজনসে/এমএ



আরো পড়ুন