২৬ জুন ২০২৪, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

জাবিতে পাখি মেলা কাল

জাবি সংবাদদাতা || ০২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:৩২ পিএম
জাবিতে পাখি মেলা কাল


পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হচ্ছে পাখি মেলা।   শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) এই মেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল এইচ খান এই তথ্য নিশ্চিত করেন।

আয়োজকরা জানান, মেলায় আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলারস দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা এবং সবার জন্য উন্মুক্ত পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা থাকবে।এছাড়া মেলায় পাখি সংরক্ষণে অবদানের জন্য বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড, সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড ও কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হবে।

অধ্যাপক মনিরুল এইচ খান বলেন, ‘২০ বছর ধরে পাখি মেলা করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। এবছর মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ তিনি বলেন, ‘এ বছর শীতের শুরুতে বেশ কিছু পাখি আসে লেকগুলোতে। কিন্তু রাতের বেলা কিছু অনুষ্ঠান এবং আতশবাজির কারণে পাখিগুলো আতঙ্কিত হয়ে মূল লেক ছেড়ে ভেতরের একটি লেকে চলে যায়। এই বছর পাখির জরিপে প্রজাতিগত বৈচিত্র্য খুব একটা চোখে পড়েনি। পাখির প্রতি উপদ্রব কমালে তারা হয়তো আবার মূল লেকগুলোতে ফিরে আসবে।’

আয়োজক কমিটির আহ্বায়ক আরও বলেন, ‘এবারের মেলায় সহ-আয়োজক হিসেবে থাকবে ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, আইইউসিএন  ও বাংলাদেশ বন বিভাগ।’

ঢাকা বিজনেস/ উজ্জল/এনই/



আরো পড়ুন