২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



প্রয়াত নায়ক ফারুককে নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক || ১৬ মে, ২০২৩, ০৫:৩৫ এএম
প্রয়াত নায়ক ফারুককে নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন


ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও সংসদ সদস্য ও আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শোকাহত তার সহকর্মী ও শোভাকাঙ্ক্ষীরা। মৃত্যুর খবরটি পাওয়ার পর থেকেই শোক প্রকাশ করছেন চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী। 

নায়কের মৃত্যুর খবরে গণমাধ্যমে জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‌‘নায়ক ফারুকের অভাব আমরা সবসময় অনুভব করবো। আমার এখন একটাই চাওয়া, সেটা হচ্ছে প্রত্যেক মানুষেরই কিছু ভুল ত্রুটি থাকে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তার সেসব ভুল যেন ক্ষমা করে দেন এবং তাকে জন্নাতবাসী করেন। কবরে যেন টাকে ভালো অবস্থায় রাখেন।’

দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমার সঙ্গে যারা তাকে দেখেছেন ও জেনেছেন, তাদের সবার কাছে অনুরোধ রইলো, কখনো যদি তার কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন, আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ্‌র কাছে তার জন্য দোয়া করবেন।’

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আকবর হোসেন খান দুলু ওরফে ফারুকের মরদেহ ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৪০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়। 

এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘ফারুক ভাইয়ের মরদেহ বিমানবন্দর থেকে সকাল ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে, সেখান থেকে মরদেহ আনা হবে এফডিসিতে। বাদ জোহর এখানে জানাজার নামাজ শেষে দ্বিতীয় জানাজা হবে গুলশান আজাদ মসজিদে। এরপর তার জন্মস্থান কালীগঞ্জে নেওয়া হবে মরদেহ। সেখানে জানাজা নামাজ শেষে মরদেহ দাফন করা হবে।’ 

প্রসঙ্গত, সোমবার (১৫ মে) সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর আট মাস।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন