২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ইউক্রেন সংঘাত নিরসনে পুতিনের সঙ্গে সাক্ষাত করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || ১২ মে, ২০২৩, ০৮:৩৫ এএম
ইউক্রেন সংঘাত নিরসনে পুতিনের সঙ্গে সাক্ষাত করবেন ট্রাম্প


ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ালস্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

সিএনএন টাউন হলের একটি অনুষ্ঠান চলাকালে ট্রাম্প বলেন, ‘আমি জয়-পরাজয়ের বিষয় নিয়ে ভাবি না। আমি মনে করি এটা মিমাংসা করার বিষয়। তাই আমরা এই সব মানুষকে হত্যা করা বন্ধ করি।’

ট্রাম্প ব্যাখ্যা দিয়ে বলেন যে, আমি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে এ সংঘাতের মিমাংসা করবো।

তিনি আরও বলেন, ‘আমি চাই রাশিয়ান ও ইউক্রেনীয়রা মানুষ হত্যা বন্ধ করুক এবং আমি এটি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করবো।’

ট্রাম্প বলেন, ‌‘আমি পুতিনকে অনেক স্মার্ট বলে মনে করি।’ 

তবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের মতে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে ‘পুতিন ভুল করেছেন।’

তিনি আরও উল্লেখ করেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করার সময় এটি নয়। যদি বলেন পুতিন একজন যুদ্ধাপরাধী, তাহলে এই সংঘাত বন্ধ করার জন্য কোনো চুক্তি করা অনেক কঠিন হবে। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন