২৬ জুন ২০২৪, বুধবার



পুঁজিবাজারে যে কারণে সপ্তাহজুড়ে লেনদেন ঊর্ধ্বমুখী

মোহাম্মদ তারেকুজ্জামান || ০৬ জুলাই, ২০২৩, ০৮:০৭ পিএম
পুঁজিবাজারে যে কারণে সপ্তাহজুড়ে লেনদেন ঊর্ধ্বমুখী


সদ্যবিদায়ী সপ্তাহে (২ জুলাই-৬ জুলাই) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সব মূল্যসূচক ঊর্ধ্বমুখি ছিল বলে সংস্থাটির ওয়েবসাইট সূত্রে জানা গেছে। সূত্রটি বলছে, এ সময় টাকার অঙ্কে মোট লেনদেনও ছিল ঊর্ধ্বমুখী। মূলত বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিনিয়োগ বেড়ে যাওয়ায় বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে (২৫ জুলাই থেকে ২৬ জুলাই) ছিল ৬ হাজার ৩১৯ দশমিক ২৫ পয়েন্ট। আর সদ্যবিদায়ী সপ্তাহে তা ১৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৪ দশমিক ৭৯ পয়েন্ট। এক্ষেত্রে সূচক ০ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। ডিএসই শরিয়াহ্ সূচক ডিএসইএস ও ডিএস৩০ সূচক বেড়েছে। গত সপ্তাহের তুলনায় সদ্যবিদায়ী সপ্তাহে ডিএসইএস বেড়েছে ২ দশমিক ৫৩ পয়েন্ট। অর্থাৎ ০ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। ডিএস৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৭২ পয়েন্ট। অর্থাৎ ০ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে ডিএস৩০ সূচক ছিল ২ হাজার ১৮৭ দশমিক ৭৪ পয়েন্ট। আর সদ্যবিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ দশমিক ৪৬ পয়েন্ট।

এদিকে ডিএসইতে সদ্যবিদায়ী সপ্তাহে মোট লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৫৮ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ১৬২ টাকা। আর সদ্যবিদায়ী সপ্তাহে এসে তা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ ৮২ হাজার ১৫৫ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ৬২৭ কোটি ২৭ লাখ ৩৭ হজার ৯৯৩ টাকা। অর্থাৎ ২১ দশমিক ২০ শতাংশ বেড়েছে লেনদেন। তবে বাজার মূলধন কিছুটা কমেছে। সদ্যবিদায়ী সপ্তাহে বাজার মূলধন হারিয়েছে ১৯৭ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ১৯৫ টাকা। গত সপ্তাহে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৫২৯ কোটি ৪ লাখ ৫ হজার ২৮২ টাকা। আর সদ্যবিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৭ লাথ ৭১ হাজার ৩৩১ কোটি ৫ লাখ ৭৩ হাজার ৮৭ টাকা। সদ্যবিদায়ী সপ্তাহে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২৩টির, অপরিবর্তিত রয়েছে ১৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের।  ১২ কোম্পানির কোন লেনদেন হয়নি।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘অধিকাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দীর্ঘদিন বাজারে বিনিয়োগ করা থেকে বিরত ছিল। কিন্তু এখন তারা আবারও বাজারে বিনিয়োগ করছে। যার পজেটিভ প্রভাব পড়েছে বাজারে। কয়েক শ কোটি টাকা এরই মধ্যে বিনিয়োগ বেড়েছে বাজারে।’

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সদ্যবিদায়ী সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৪ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ৪০৫ দশমিক ৫০ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ২৬৯ কোটি ২৩ লাখ ১৯ হাজার ৬৬২ দশমিক ১০ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে ১৮৪ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ২৫৬ দশমিক ৬ টাকা। তবে মোট লেনদেন কমলেও সব সূচক বেড়েছে। সিএএসপিআই সদ্যবিদায়ী সপ্তাহে বেড়েছে ০ দশমিক ০৯৯৫। গত সপ্তাহে সিএএসপিআই ছিল ১৮ হাজার ৭০২ দশমিক ২০১৯ পয়েন্ট। আর সদ্যবিদায়ী সপ্তাহে এসে তা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২০ দশমিক ৮০৯৯ পয়েন্ট। সিএসই৩০ সূচক বেড়েছে ০ দশমিক ০০০২ শতাংশ, সিএসসিএক্স বেড়েছে ০ দশমিক ০৩৮৫ শতাংশ, সিএসই৫০ সূচক বেড়েছে ০ দশমিক ০৩ শতাংশ, সিএসআই বেড়েছে ০ দশমিক ১০ শতাংশ এবং সিএসইএসএমইএক্স বেড়েছে ৭ দশমিক ৪৩ শতাংশ। সিএসইতে মোট ৩১১ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার ঢাকা বিজনেসকে বলেন, ‘স্বাভাবিক নিয়মেই মার্কেট কিছুটা ভালো হয়েছে। কোন তথ্য না দেখে নির্দিষ্ট করে বলা মুশকিল, কেন মার্কেট ভালো হচ্ছে? তবে আমার ধারনা অনেক প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীরা পুরোপুরি বাজারে বিনিয়োগ করতে শুরু করেছে। পাশাপাশি নতুন নতুন বিনিয়োগকারীরাও বাজারে আসছে।’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর মূখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম ঢাকা বিজনেসকে বলেন, ‘মার্কেট ভালো কিংবা মন্দ হওয়ার বিষয়টি আমাদের জানা থাকে না। তারপরেও যদি বলতে হয়, তবে আমার জানা মতে বাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে। ফলে সূচক ও মোট লেনদেন বেড়েছে।’

ঢাকা বিজনেস/এনই    



আরো পড়ুন