২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ক্যাম্পাস
প্রিন্ট

বাকৃবিতে এগ্রোমেটিওরোলজি বিভাগে নবীন বরণ

বাকৃবি প্রতিনিধি || ১০ মে, ২০২৩, ০৪:৩৫ পিএম
বাকৃবিতে এগ্রোমেটিওরোলজি বিভাগে নবীন বরণ


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রোমেটিওরোলজি বিভাগের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিভাগের সম্মেলন কক্ষে ওই নবীন বরণ হয়। 

এসময় বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আরিফ হোসেন খান রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক। এ ছাড়াও বিভাগের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ড. আবু হাদী নূর আলী খান বলেন, ‌‘এগ্রোমেটিওরোলজি বিভাগে ভর্তি হওয়া সময়ের সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশের আবহাওয়া দিন দিন যেভাবে পরিবর্তিত হচ্ছে এবং একইসঙ্গে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। কৃষির জন্য যথোপযোগী আবহাওয়া নির্বাচন, বিভিন্ন দুর্যোগের পূর্বাভাস এবং জলবায়ু পরিবর্তন গবেষণায় এই বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সঠিক সময়ে আবহাওয়া তথ্যের জন্য কম্পিউটার দক্ষতা বাড়ানো দরকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট এগ্রোমেটিওরোলজিস্ট হতে হবে।’

উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের (কম্পোনেন্ট-সি, বিডব্লিওসিএসআরপি) আওতায় বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাকৃবিতে এগ্রোমেটিওরোলজি বিভাগ চালুর জন্য অনুমোদন দেয়। ১৯ জন শিক্ষার্থী নিয়ে এগ্রোমেটেরিওলজি বিভাগের যাত্রা শুরু হয়। এই বিভাগে স্নাতকোত্তর বিভাগের ক্লাস শুরু হয় ৩০ এপ্রিল।

আমান/এইচ



আরো পড়ুন